জেনে নিন ছেলে মেয়েরা বাড়ি থেকে কেন পালিয়ে যায়...

সবার জীবনের মধ্যেই পালিয়ে যাওয়ার অনেক গল্প রয়েছে..! আপনি, আমি,  আমরা, সবাই কোন না কোন সময় একবার হলেও পালিয়েছি।
ছেলে মেয়েরা বাড়ি থেকে পালানোর কারন


সবার জীবনের মধ্যেই পালিয়ে যাওয়ার অনেক গল্প রয়েছে..! আপনি, আমি,  আমরা, সবাই কোন না কোন সময় একবার হলেও পালিয়েছি। 

পালিয়ে যাওয়াটাও আবার অনেক ধরনের।
স্কুল-কলেজ থেকে পালানো,রাগ করে বাড়ি থেকে পালানো..
অভিমান করে ঘর বিচ্ছেদ ইত্যাদি...
অনেক ধরনেরই পালানোর সিস্টেম থাকে।

আমিও অনেকবার স্কুল-কলেজ থেকে পালিয়েছি
এমন পালিয়ে যাওয়ার ঘটনা কমবেশি সবার জীবনেই থাকে
কিন্তু পালানোর পদক্ষেপটা যদি ভিন্নার্থক হয়...
তবেই তা কেমন হয় তা একটিবার চিন্তা করেছেন কি??

বিগত কয়েকদিন আগে,কয়েকটা অল্প-বয়সী, তরুণ-তরুণীর শারীরিক,মানসিক চাল-চলনের অবকাঠামো তুলে ধরেছিলাম...!

তন্মধ্যে হঠাৎ করেই উধাও দুই তরুণী...!
তারা কোথায় আছে বা কেমন আছে,তারাই জানে আর তাদের আল্লাহই হয়ত ভালো জানেন তারা কোথায় আছে কোথায় যাচ্ছে। 

নব্বই দশকে বা বিংশ শতাব্দীর শুরুতেও বাড়ি থেকে কোন এক সম্পর্কের জোরে ছেলে-মেয়েরা পলায়ন করত। বলতে গেলে নতুন এক সম্পর্কের টানেই তারা বাড়ি থেকে বাবা মায়ের আদর ভালোবাসা নায়া মমতা ত্যাগ করে বাড়ি থেকে পালিয়ে যেত।
কারণ, ঐ সময়ে বেশিরভাগ ফ্যামিলির প্রাধান্যেই ছেলে-মেয়ের বিয়ে হতো।
বাবা-মা,আত্মীয়-স্বজন যাদের পছন্দ করতেন,
তাদের জের ধরেই বিয়ে হতো...! ছেলে মেয়ের পছন্দ হোক বা না হোক তাতে তাদের কিছু যায় আসতো না।
উল্টিয়ে কথা বলার সাহস কখনো হতো না বলেই,তখন সম্পর্কের জের ধরে বাড়ি থেকে পলায়নটা মুখ্য একটা বিষয় ছিল। পরবর্তীতে কি হবে না হবে তার কথা চিন্তা ভাবনা না করেই তারা বাড়ি থেকে পালিয়ে যেত। 

কিন্তু কালের বিবর্তনে, ২০১২ তে যখন ছেলে-মেয়েদের সমান অধিকারের স্লোগান জারিত হয়...
এবং মানবাধিকার থেকে যখন নিজস্ব একটা অধিকার ওদের প্রণয়ন করা হয়,
আস্তে আস্তে ছেলে-মেয়েদের বিবর্তনটা প্রায় কালচারে পরিণত হয়ে যায়। দেখা যায় এখন সমাজের বেশির ভাগ বিয়েই ছেলে মেয়েদের ইচ্ছে বা সম্মতিতেই হচ্ছে কিন্ত কিছু কিছু ছেলে মেয়ে এখনো তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে এখনো বাড়ি থেলে পালিয়ে যায়।

বর্তমানে প্রায় ৮১% বিয়েই ছেলে-মেয়েদের সম্মতি ক্রমেই হয়..!
কিন্তু ঐতিহ্যটা ধরে রাখতে গিয়ে, এখনো কিছু তরুণ-তরুণী তাদের অধিকার আদায়ে বাড়ি থেকে পলায়ন করতে হয়।
ওইদিকে, কোর্ট ও কিন্তু ধমে নেই... তারাও রেডিও হয়ে আছেন সার্বক্ষণিক।  ২০২০ এর পরিসংখ্যানে প্রায় ২৭% বিয়েই কোর্টে হচ্ছে...!

Post a Comment

নবীনতর পূর্বতন