জীবনের প্রথম প্রেম ভালোবাসা নিয়ে সাইকোলজি কি বলে জেনে নিন।

সাইকোলজি বলে, জীবনে প্রথম ভালোবাসা টা সত্যি হয় ঠিক ই । কিন্তু সেটা ভুল সময়ে আর ভূল মানুষের সাথে তা সম্পর্ক হয় থাকে।
প্রেম ভালোবাসা নিয়ে সাইকোলজির মতবাদ


সাইকোলজি বলে, জীবনে প্রথম ভালোবাসা টা সত্যি হয় ঠিক ই । কিন্তু সেটা ভুল সময়ে আর ভূল মানুষের সাথে তা সম্পর্ক হয় থাকে।


আপনি যখনই ভালোবাসেন না কেন, স্কুল লাইফ হোক, কলেজ লাইফ হোক কিংবা ভার্সিটি লাইফ। জীবনে প্রথম বার ভালোবাসলে সেই মানুষটা ভুল হবেই। প্রথম ভালোবাসটার মানুষটা ভুল আর প্রথম ভালোবাসার সময়টাও ভুল।

আপনার হয়তো মনে হতে পারে বা ভাবতে পারেন, স্কুল লাইফ খুব আবেগময় লাইফ। এই সময় ছেলে মেয়েদের আবেগের মাত্রা টা একটু বেশিই থাকে। তাই এই সময় কাউকে ভালোবাসলে আপনি ভুল মানুষকে ভালোবাসবেন। এছাড়া আপনার সময়টা যে ভুল ছিলো  সেটা আপনি কেবল মাত্র কলেজ লাইফে বুঝতে পারবেন।

আবার অন্যদিকে কলেজ লাইফ টাও যে সেইম স্কুল লাইফের মতো। কিন্তু তখন আবেগ থাকলেও তখন দেখা যায় স্কুল লাইফের মতো এত বেশি আবেগ থাকে না। মোটামুটি এক ধরনের আবেগ আপনার মধ্যে বিরাজ করে। তখন ও যদি আপনি অর্থাৎ কলেজ লাইফে ও যদি প্রথম কাউকে ভালোবেসে থাকেন তাহলে আপনি ভুল মানুষকে ভালোবাসবেন। ও সাইকোলজির মতে আপনার সময়টাও থাকবে ভুল।

এখন আসি আসল কথায়, আপনি ভাবতেই পারেন যে, স্কুল লাইফ, কলেজ লাইফ হচ্ছে আবেগময় জীবন। তখন আবেগের পরিমাণ অনেক বেশি থাকে। তাই হয়তো আপনি ভুল সময়ে আর ভূল মানুষকে ভালোবেসে ফেলেছেন। কিন্তু ভার্সিটি লাইফে  স্কুল লাইফ কিংবা কলেজ লাইফের মতো এত বেশি আবেগ থাকে না। স্কুল আর কলেজ লাইফের মতো।এই সময় টা ভুল নয়। এখন আবেগের বসে ভুল মানুষকে আমি ভালোবাসতে পারি না। এখন আমি জেনে শুনে সঠিক মানুষ কে ভালোবাসতে পারবো।

সাইকোলজির মতে ভুল আপনার এই ধারণা ও ভুল। ভার্সিটি লাইফে ও আপনি প্রথম বার কাউকে ভালোবাসলে আপনি ভুল মানুষকেই ভালোবাসবেন। হ্যাঁ, তখন হয়তো আপনার সময় টা ভুল নাও হতে পারে। কিন্তু মানুষ টা ভুল হবেই।

জীবনের প্রথম ভালোবাসা টা সত্যি হলেও সেটা ভুল সময়ে এবং ভুল মানুষের সঙ্গে হবে। আর এটাই প্রকৃতির নিয়ম।


আর প্রাকৃতির নিয়ম ও সাইকোলজির এই মতবাদ বেশিরভাগই প্রমানিত। চাইলে আপনার চারপাশের প্রকৃতির সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন। 


প্রতিবেদক মোহাম্মদ বায়েজিদ 

Post a Comment

নবীনতর পূর্বতন