বলিউড স্টার ভারুন দেওয়ানের বিয়ে নিয়ে যত কথা

নিজের দৃষ্টিভংগি পরিবর্তন করে এসব বাহ্যিক বিষয়কে মূল্য না দিয়ে ভালোবাসার সম্মান করতে শিখুন;দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর মনে হবে।
Varun Dewan - ভারুন দেওয়ান


আজকে ভারুন ধাওয়ান, ভারতে সব ধরনের মিডিয়ায় জগতে যার আলোচনা বেশি।  লাখ লাখ মেয়ের ক্রাশ, নতুন প্রজন্মের অভিনেতাদের আইডল, বলিউড স্টার,  সবার প্রিয় ও পরিচিত মুখ ভারুন তার স্কুল জিবনের প্রেমিকা দেওয়ান নাতাশা দালাল নামক মেয়েকে বিয়ে করলেন। নাতাশা একজন প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার ।ভারুনের ১২ বছর ধরে নাতাশার সাথে সম্পর্ক।ফিল্মে বা অনেক বড় পর্যায়ে আসার পরও নাতাশার জন্য তার ভালোবাসা বদলায়নি বিন্দু মাত্র ।অন্য কোনো অভিনেত্রীর সাথে কখনো তার প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার খবর শোনা যায়নি ফিল্ম ইণ্ডাষ্ট্রি তে । খুব কম মানুষই কিংবা লাখে এক দুজন আছে যারা নিজের ভালোবাসাকে সবকিছু উপেক্ষা করে এভাবে সম্মানের সাথে বজায় রাখতে পারে। অনেকে অনেক ভাবে বলছে,ওর বউকে একদম পছন্দ হয়নি,কি বিশ্রী দেখতে,ও এই মেয়ে নাতাশার মধ্যে কি দেখলো?ও চাইলো বা ইচ্ছা করলে  আরো নাতাশার চেয়ে কত সুন্দর মেয়ে বিয়ে করতে পেতে পারতো এইসব সহ আরো অমেক কল্পনা ঝল্পনা ।আর জানেন যারা এইসব বলছে তাদের অধিকাংশই মেয়ে।এই মেয়েরাই একেকজন ছেলেদের নিন্দা করে বলে যে,ছেলেরা শুধু মেয়েদের সৌন্দর্যই দেখে।কি আজব তাই না?একটা ছেলে যখন কম সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে,সবচেয়ে প্রথম মেয়েরাই টিপ্পনি কেটে বলে,ইশশ বিয়ে করার জন্য আর কাউকে পেলো না?আসলে কি জানেন মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু।ছেলেরা না মেয়েদের সৌন্দর্যকে যতটা প্রাধান্য দেয়,মেয়েরা তার চেয়ে বেশি এসব নিয়ে বাড়াবাড়ি করে।অনেকেই তো বললেন,নাতাশা দেখতে ভালো না,ভারুন এর সাথে মানায় নাই;কিন্তু কয়জন সবকিছুর উর্ধ্বে ওর ভালোবাসাটাকে দেখতে পেরেছেন?আসলে ভারুন এর মানসিকতা এত নিচু না যে সবার কথায় কান দেবে।দেখেন আপনারাই কিন্তু আবার স্লোগান দিতে আইসেন না না যে,ছেলেরা মেয়েদের সৌন্দর্য ছাড়া কিচ্ছুটি বুঝে না।অনেক হলো সমালোচনা।এবার নিজের দৃষ্টিভংগি পরিবর্তন করে এসব বাহ্যিক বিষয়কে মূল্য না দিয়ে ভালোবাসার সম্মান করতে শিখুন;দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর মনে হবে।

ভালোবাসা সব কিছুর চাইতে অনেক উর্ধ্বে। সঠিক  ভালোবাসার কোন  পরিবর্তন হয় না।  কথায় আছে ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কিগো ভুলা যায়। 

Post a Comment

নবীনতর পূর্বতন