প্রেসিডেন্ট বারাক ওবামার জীবনী থেকে যে শিক্ষা আপনি নিতে পারেন

এতো প্রতিকূলতা যদি তাঁকে স্বপ্ন পূরণে বাধ সাধতে না পারে। এত প্রতিকূলতার মাঝেও তিনি তার সাফল্যে পৌঁছাতে পারে,  তবে আমরা কেন পারবোনা।
প্রেসিডেন্ট বারাক ওবামা


"বারাক ওবামার জীবনী থেকে শিক্ষা "


বারাক ওবামা নাম টা আমরা সবার কাছে অনেক পরিচিত। তিনি আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন। তাঁর শাসনামল ২০জানুয়ারি ২০০৯ইং থেকে ২০ জানুয়ারি ২০১৭ইং পর্যন্ত।

তিনি ১৯৬১সালের ৪আগষ্ট জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন কেনিয়ার অধিবাসী। তাঁর মা ছিলেন আমেরিকান। তাঁর বাবা ও মা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পরিচিত হন। প্রথমে ফ্রেন্ডশিপ তারপর সম্পর্ক হয় এবং পরবর্তীতে বিয়ে করেন।

বারাক ওবামার বয়স যখন ২বছর তখন তাঁর বাবা মায়ের মাঝে কিছু একটা বিষয়ে বিবাহ বিচ্ছেদ ঘটে। তাঁর বাবা চলে যান কেনিয়ায় এবং সেখানে তিনি সড়ক দূর্ঘটনায় মারা যান। ওবামার মা পরবর্তীতে এক আমেরিকানকে বিয়ে করেন যিনি কিনা তার কর্মসুত্রে ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় থাকতেন। তাই ওবামার মা ওবামাকে নিয়েই ইন্দোনেশিয়ায় চলে যান। ফলে ওবামার শৈশবের অনেকটাই কাটে ইন্দোনেশিয়ায়।

ওবামার প্রেসিডেন্ট হওয়ার সপ্ন দেখাঃ-

ওবামার বয়স যখন ৬বছর তখন তার বিদ্যালয়ের একজন শিক্ষিকা ক্লাসে সবাইকে Aim in life লিখতে বলেন। কিন্তু ওবামা ভাবতে থাকে সবচেয়ে বড় কি! তিনি তাই হবেন। তখন তাঁর ম্যাডাম তাঁকে বলেছিলেন ধরো আমেরিকার প্রেসিডেন্ট হওয়া।
সেই থেকেই তাঁর স্বপ্ন দেখা শুরু।

এই স্বপ্নের টানে তিনি কিশোর বয়সেই মায়ের আপত্তি থাকা সত্ত্বেও ফিরে আসেন আমেরিকায় তাঁ নানা নানীর কাছে। তার নানা নানী আর্থিক অবস্থা ভালো ছিলোনা। তাঁর নানী ছিলেন একটা হাসপাতালের সেবিকা।

মূলত ওবামার ইন্দোনেশিয়া থেকে আমেরিকায় ফিরে আসাই ছিলো প্রেসিডেন্ট হবার প্রথম পদক্ষেপ।

তিনি আমেরিকার আগের প্রেসিডেন্টদের জীবনী সংগ্রহ করেন এবং তার অবস্থার সাথে মিল রেখে যেসব কার্যাবলী তার আগের প্রেসিডেন্টদের সাথে মিলিয়ে করা সম্ভব ছিলো তিনি সেইসব কাজ করা শুরু করেন।

ওবামা অনেক মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক ভালো ভালো বিষয় পাবার পরেও তিনি তা লুফে নেননি।

ওবামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করেন।কারণ তাঁর লক্ষ্য ছিলো প্রেসিডেন্ট হওয়া।
তিনি লক্ষ্যচ্যূত হননি।

এবার একটু খেয়াল করি ওবামা কি খুবই সম্ভবনাময় জীবন পেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হবার জন্য।

তাঁর প্রতিকূলতাসমূহ:

১.বাবা ছিলেন কেনিয় মানে কালো; তিনি তাঁর বাবার মত কালো হয়েছেন।
২. আমেরিকানরা কালোদের পছন্দ করেনা।
৩.তাঁর বাবা খুব ছোট বেলায় মারা যায়।
৪. সৎ বাবার ঘরে মানুষ হয়েছেন।
৫. আর্থিক স্বচ্ছলতা ছিলোনা।
৬.তিনি যখন স্বপ্ন দেখা শুরু করেছিলেন তখন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন।

এতো প্রতিকূলতা যদি তাঁকে স্বপ্ন পূরণে বাধ সাধতে না পারে। এত প্রতিকূলতার মাঝেও তিনি তার সাফল্যে পৌঁছাতে পারে,  তবে আমরা কেন পারবোনা।  আর যায় হোক বারাক ওবামার মতো এতো প্রতিকূলতার মাঝে আমরা নেই। তাই আমাদের হতাশা কিংবা হাল ছেড়ে দিলো চলবে না।  লক্ষ ও মনোবল ঠিক রেখে আমরা আমাদের সঠিক সাফল্যের দাড় প্রান্তে পৌছাতে হবে।

প্রতিবেদকঃ- মোহাম্মদ বায়েজিদ 

Post a Comment

নবীনতর পূর্বতন