একনজরে মাধবপুর পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ফলাফল

মাধবপুর পৌরসভা নির্বাচনল ৯ টি ওয়ার্ডের ফলাফল
মাধবপুর পৌরসভা নির্বাচন 


একনজরে জেনে নেই মাধবপুর পৌরসভা নির্বাচনের নয়টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে কত ভোট পেলেন। 


১নং ওয়ার্ড মোঃ আবজল মিয়া (পাঞ্জাবি) ৭৫৩ ভোট পেয়ে তিনি জয়ীলাভ করেন। মোঃ গোলাপ খান (পানির বোতল) ৬৭৮ ভোট পেয়ে দ্বীতিয় স্থান লাভ করেন। এবং মোঃ আবুল কাশেম চৌধুরী (উটপাখি ) ৩৫৭ ভোট পায়।

২নং ওয়ার্ড মোঃ আব্দুল হাকিম (উটপাখি) ৭১৪ ভোট পেয়ে জয়লাভ করেন।  মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া (পাঞ্জাবি) ৪৭৫ ভোট। হরিদাস রায় (টেবিল ল্যাম্প) ২০০ ভোট এবং মোহাম্মদ শাহজাহান চৌধুরী (পানির বোতল) ৪৩ ভোট পাশ।

৩নং ওয়ার্ড বাবুল হোসেন (পানির বোতল)৬৪৯ভোট পেয়ে জয় লাভ করেন। আলমগীর কবির (পাঞ্জাবি) ৫৯৯ ভোট ফরহাদ খান (উটপাখি) ২৭৬ ভোট। মোঃ বিল্লাল হোসেন খান (ডালিম) ১৩৭ ভোট এবং  মোঃ শামসুল আলম (টেবিল ল্যাম্প) ১১৪ ভোট পায়।

৪নং ওয়ার্ড মোহাম্মদ শামছুল ইসলাম পাঠান (পাঞ্জাবি)৬৮৩ ভোট পেয়ে জয়লাভ করেন।   আবুল বাশার (পানির বোতল) পায় ৩৯৮ টি ভোট এবং মোহাম্মদ মনির উদ্দিন পাঠান (উটপাখি) পায় ৩৯৪ টি ভোট।

৫নং ওয়ার্ডে  মোহাম্মদ মোবারক উল্লাহ (ডালিম) ৩১০ ভোট পেয়ে জয়ী হোন।  টুটুল খান (পাঞ্জাবি) ২০২ ভোট। মোঃ লাল মিয়া (পানির বোতল) (১৮৯) ভোট মোঃ আব্দুল আওয়াল (উটপাখি) ১৭২ ভোট । পঙ্কজ ভট্টাচার্য, (ব্ল্যাকবোর্ড)১৪০ ভোট এবং  মোঃ জাহের মিয়া (টেবিল ল্যাম্প) ১০৫ ভোট পায়

৬নং ওয়ার্ড বিশ্বজিৎ চন্দ্র দাস (পাঞ্জাবি) ৯৫৩ ভোট পেয়ে জয়ী হোন। পরিমল দাস( পানির বোতল) ৫২৮ এবং সুরঞ্জন পাল (উটপাখি) ৯৯ ভোট পায়।

৭নং ওয়ার্ড মোঃ জহিরুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ৪৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন।  অজিত কুমার পাল (পানির বোতল) ৩৫২ ভোট  পরিতোষ চন্দ্র পাল (ডালিম) ৩২২ ভোট । মোঃ আবুল খায়ের (পাঞ্জাবি) ২২১ ভোট। কেশব লাল বনিক (উটপাখি) ১৬৫ এবং আবুল মিয়া (টেবিল ল্যাম্প) মাত্র ২৭ ভোট পায়।

৮নং ওয়ার্ড শ্রী বকুল চন্দ্র ঋষি (পাঞ্জাবি) ৫০০ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্য দিকে বিমল চন্দ্র ঋষি (উটপাখি)  ৪৭০ ভোট পায়।

৯নং ওয়ার্ড মোঃ দুলাল খা (পানির বোতল) ৫৩৩ ভোট পেয়ে জয়লাভ করেন।  মোঃ সেলিম মিয়া (পাঞ্জাবি) ৩১৯ ভোট,  হীরা লাল সরকার (ডালিম) ৩১০ ভোট সুমন ভট্টাচার্য (উটপাখি)  ১৫৮ ভোট এবং মোঃ মিনাজ মিয়া (ব্ল্যাক বোর্ড) ১০ ভোট পায়

গত ১৬ জানুয়ারি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন খুব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।  

প্রতিবেদক মোহাম্মদ বায়েজিদ


Post a Comment

নবীনতর পূর্বতন