চট্টগ্রাম পটিয়ায় ঘর সরকারি ঘর পাচ্ছে ১১৫ পরিবার

 চট্টগ্রাম পটিয়ায় ঘর সরকারি ঘর পাচ্ছে ১১৫ পরিবার 

চট্টগ্রাম পটিয়ায় ঘর সরকারি ঘর পাচ্ছে ১১৫ পরিবার, ctg new,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,bd news Chattogram,bd news,bd news today,bd news24,bd news update.
সরকারি ঘর

চট্টগ্রামে দেওয়া হচ্ছে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় গৃহহীন,ভূমিহীন অসহায় মানুষের ঘর।চট্টগ্রাম পটিয়াতে ১১৫ টি পরিবার পাবেন জমি সহ ঘর।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি শনিবার অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সকল ঘর দরিদ্র ও অসহায় মানুষদের দেওয়ার জন্য হস্তান্তর করেন।


মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সকল ঘরহীণ ভূমিহীন মানুষকে তিনি ঘর দিবেন এবং সকল পরিবারকে ঋণ দিবে। এছাড়া জীবিকা নির্বাহের জন্য সকলকে প্রশিঙ্কন দিবেন কি ভাবে টাকা আয় করা যায় ও দরিদ্রতা দূর করা যায়।


মহামারী মধ্যেও এই সকল ঘর নির্মাণ করা হয়েছে দরিদ্র মানুষদের জন্য ৬ মাসের মধ্যে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মুজিববর্ষে কোনও মানুষ গৃহহীন থাকবে না। যারা ভূমিহীন আছেন সকলকে ঘর করে দিবেন,এই প্রতিঙ্গা তিনি নিয়েছেন।


ভূমও সহকারী কমিশনার (পাটিয়া) বলেন,ভূমিহীন মানুষের জন্য আমরা সরকারি খাস জমি ব্যবহার করতেছি।তিনি আরো বলে এখানে আগে অবৈধ ভাবে জমি দখল করে ছিল আমরা তাদের তাড়িয়ে দিয়েছি।সকল সরকারি খাস জমি আমরা জনগণের ভালোর জন্য কাজে ব্যবহার করছি।


তিনি আরো জানান,সকল মানুষের জন্য এখানে প্রয়োজনীয় সকল কিছুর যথাযথ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তারা যাদে কর্ম করে খেতে পারে তার জন্য বিভিন্ন উদ্বেগ নেওয়া হয়েছে। 


এই সকল ঘর বাড়ি তৈরি করার জন্য সরকারের পক্ষ থেকে সকল উপজেলায় কমিটির করে দেওয়া হয়েছে। তবে যদি এই গুলা বিভিন্ন টিকাদান প্রতিষ্টানের মাধ্যমে কাজ করানল হচ্ছে তবে সকল কাজ পরিচালনা করছে উপজেলা চেয়ারম্যান, এলেকার স্থানীয় মন্ত্রী এবং সাংসদ সদস্য অন্য সকল সরকারি কর্মকর্তারা।


এর সাথে জড়িত তারা মনে করেন ২ বছরের মধ্যে সকল মানুষকে ঘর দেওয়া সম্পূর্ণ হবে বলে আসা করেন।সরকার ১ম পর্যায়ে ৬৬ হাজার পরিবারকে ঘর দিয়েছে এবং পরর্বতিতে সরকার ভূমিহীন মানুষকে ঘর দিবেন প্রায় ১ লক্ষ। 



পটিয়া উপজেলা প্রশাসন মাধ্যমে জানা যায়,একটি ঘর তৈরি করতে ৭১ হাজার টাকা করে খরচ হয়েছে।এছাড়া এই ঘর গুলার মধ্যে থাকছে যা,দুই টি ঘুমানো ঘর,একটি রান্না ঘর,একটি বাথরুম, এবং একটি বারান্ডা।সরকারের পক্ষে থেকে দেওয়া ঘর জমি স্বামী স্ত্রী নামে  রেজিস্ট্রি ও নামজারি করে দেওয়া হবে।এছাড়া তাদের সকলকে একটি করে সনদ পত্র দেওয়া হচ্ছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন